ধর্মের নামে তারা আমার দেশের মানুষকে হত্যা করেছে। কুরআনের আয়াত সত্য তাই তাদের উদ্দেশ্য সফল হয়নি, মানুষ হত্যা করেও তারা সফল হয়নি।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের পশ্চিম মাঠ মাদরাসার উপবৃত্তি বিতরণ ও মসজিদ পরিদর্শন অনুষ্ঠান সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি একথা বলেন।
তিনি বলেন, যেসব উন্নয়ন এখনও হয়নি তা আমাকে মনে করিয়ে দেবেন, যাতে আমরা পরে এলে কারও কোনো অভিযোগ না থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, জেলা পরিষদের সদস্য ফারুক খান, হরষিত কুমার সাহা ও দেলোয়ার হোসেন, মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলহাজ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন। এছাড়া বাল্যবিয়ে বন্ধ ও প্রতিরোধ, মাদক প্রতিরোধের ব্যাপারে আলোচনা করেন।
এ কে এম নাসিরুল হক/এমএএস/এমকেএইচ