দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সোয়া ১টা থেকে তারা ওই সড়ক অবরোধ করে রেখেছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে শিমুলতলী পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ার্নস বাংলাদেশ লিমিটেড নামে দুটি কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। তাদের গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া। বার বার সময় নিয়েও মালিক কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি। এ কারণে আজ দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে সড়কে অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৩টায়ও অবরোধ চলছিল।
মো. আমিনুল ইসলাম/এমএমজেড/এমকেএইচ