দেশজুড়ে

শ্রীপুরে পিকআপ চাপায় দিনমজুর নিহত

গাজীপুরের শ্রীপুরে পিকআপভ্যানের চাপায় সাবজুল মিয়া (৫৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবজুল মিয়া ময়মনসিংহ সদরের বাঘমারা এলাকার মৃত হাসন আলী শেখের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় দিনমজুরের কাজ করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মঙ্গলবার সকালে সাবজুল মিয়া মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৮৮৮৬) তাকে চাপায় দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিহাব খান/এমবিআর/জেআইএম