নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সিংড়ার দমদমা হাতিগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ওই এলাকার মিঠু আলীর মেয়ে মিম ও শামিম হোসেনের ছেলে কাউসার।
এলাকাবাসী জানায়, মিঠু আলীর মেয়ে মিম ও শামিম হোসেনের ছেলে কাউসার খেলতে খেলতে বাড়ির পেছনের ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ডোবার ধারে স্যান্ডেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী ডোবায় তল্লাশি চালিয়ে কচুরিপানায় আটকে থাকা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নুর-আলম সিদ্দিকী জানান, সকালে কাউছার এবং মিম বাড়িতে খেলা করছিল। কোনো এক সময় বাড়ির পাশের ডোবায় তারা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম