জাতীয়

‘দগ্ধ ৩৩ জন মরলেই কি ময়নাতদন্ত হবে?’

প্রিয়জনের মৃত্যুশোকে এমনিতেই কাতর তারা। নিহত স্বজনকে কখন দাফন করবেন, সেই দুশ্চিন্তাও চোখে-মুখে। এই শোক-দুশ্চিন্তা নিয়ে দূর-দূরান্ত থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এসেছেন স্বজনরা, স্বজনের মরদেহ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মরদেহের জন্য অপেক্ষাই শেষ হচ্ছে না তাদের। ঢামেক কর্তৃপক্ষ বারবার শোকগ্রস্ত স্বজনদের বলে যাচ্ছে, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও কোনো খবর না মেলায় অনেক স্বজন চরম ক্ষোভ প্রকাশ করেছেন কর্তৃপক্ষের ওপর।

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় বুধবার (১১ ডিসেম্বর) অগ্নিকাণ্ড ঘটে। এতে অনেকে তৎক্ষণাৎ মারা যান, অনেকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া দগ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন আরও অনেকে।

যাদের মৃত্যু হয়েছে, তাদের মরদেহ নিতে স্বজনরা বৃহস্পতিবার সকাল থেকে অপেক্ষা করলেও বলা হচ্ছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়া ছাড়া মরদেহ হস্তান্তর করা যাচ্ছে না। কিন্তু কখন ময়নাতদন্ত হবে, তা-ও কেউ বলতে পারছেন না।

কেউ ছেলে, কেউ স্বামী, কেউবা পিতা হারানোর শোক বুকে বেঁধে অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা। এদের অনেকে এসেছেন টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালীর মতো দূর-দূরান্ত থেকে।

মরদেহ দাফনে স্বজনদের তাগাদা থাকলেও ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর হচ্ছে না দেখে অনেকে মর্গের সামনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এক স্বজন বলেন, অগ্নিদগ্ধ ৩৩ জনের সবাই মারা গেলেই কি ময়নাতদন্ত করা হবে?

তারা জানান, মরদেহ যারা নিতে এসেছে, তাদের মধ্যে কেউ ডায়াবেটিসের রোগী, কেউ হৃদরোগী। স্বজনের লাশ গ্রামে নিয়ে দাফন করবেন বলে সকাল থেকে অপেক্ষা করছেন। কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসকরা কোনো অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন বলে স্বজনদের অনির্দিষ্টকালের অপেক্ষায় বসিয়ে রাখা হয়েছে।

জানা যায়, ময়নাতদন্তকারী ফরেনসিক চিকিৎসকরা একটি সম্মেলনে ব্যস্ত রয়েছেন বলে জানানো হচ্ছে স্বজনদের। ফরেনসিক মেডিসিন বিভাগের ময়নাতদন্তকারী একাধিক চিকিৎসক থাকলেও বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ ময়নাতদন্ত করবেন বিধায় অপেক্ষা করতে বলা হচ্ছে নিহতদের স্বজনদের।

শোকগ্রস্তদের এভাবে অপেক্ষায় রাখায় অনেকে বলেন, স্বজন হারিয়ে এমনিতেই সবাই শোকাহত, এরপর এটা কোন ধরনের আচরণ বা নিয়ম?

প্রতিবেদনটি লেখার সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্তও ময়নাতদন্ত শুরু হয়নি।

এমইউ/এইচএ/পিআর