দেশজুড়ে

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক সদর উপজেলার ভেলাজান আলাদিবাজার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বালিয়াডাঙ্গী থেকে একটি পাথরবোঝাই ট্রাক ঠাকুরগাঁও যাচ্ছিল। রাতে ভেলাজান বাজারে বৃদ্ধ নুরুল হক বাজার শেষে রাস্তার পার হচ্ছিলেন। এ সময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

আরএআর/এমএস