রাজনীতি

দেশব্যাপী যুবদলের বিক্ষোভ শনিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

সংগঠনটি দফতরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। দুলাল বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনআবেদন ফরমায়েশি আদালত কর্তৃক খারিজের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার (১৪ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

তিনি বলেন, এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সব ইউনিটের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

কেএইচ/জেডএ/পিআর