ঝিনাইদহের মহেশপুরে সাজেদা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ঝিটকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী শাহাজ উদ্দিন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী রাতে একসঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের উঠতে না দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের ভেতর গিয়ে সাজেদার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে। কিন্তু তার স্বামী ঘরে নেই। পরে মহেশপুর থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গৃহবধূ সাজেদা খাতুনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটকের চেষ্টা চলছে।
আরএআর/এমএস