দেশজুড়ে

পাংশায় বাবাকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্র গুলিবিদ্ধ

রাজবাড়ীর পাংশায় ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে আজিম মণ্ডল (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আজিমের বাবাসহ আরও ৩ জন আহত হয়।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে পাংশার মাছপাড়া ইউপির সুলতানপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা থানা পুলিশ শনিবার রাতেই রিংকু নামের একজনকে আটক করে। এছাড়া রোববার (২২ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তত্তিপুর ঈদগাহ মাঠ মক্তব থেকে দুটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে।

আহত আজিম মন্ডল উপজেলার মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং রামকোল বাহাদুরপুর গ্রামের আজু মন্ডলের ছেলে।

আহতদের মধ্যে অন্যরা হলো আজিমের বাবা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজু মণ্ডল (৫০), তার খালাতো ভাই মো. সেলিম (২৮) ও চাচাতো ভাই মাসুদ মণ্ডল (৩০)। আজিমসহ প্রথম তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অভিযুক্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের ছেলে পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাসবীর হাসান সিসিল, সিসিলের বন্ধু রিংকু ও (অজ্ঞাত) আরেকজন।

আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, সেলিমের কাছে প্রায় তিন মাস আগে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন খন্দকার তাসবীর হাসান সিসিল। সেলিম ও আজিম খালাতো ভাই। সে সময় আজিমের বাবা আজু মন্ডল সিসিলের বাবা মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের কাছে প্রতিকার চান। চেয়ারম্যান সে সময় তার ছেলেকে বকাবকি করেন। তারপর থেকে কিছুদিন চাঁদা চাওয়া বন্ধ ছিল।

গতকাল শনিবার সন্ধ্যার পর সুলতানপুর মোড়ে আজিমদের দোকানে আসেন সেলিম এবং কেনাকাটা করতে তাদের কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। এর কিছু সময় পরে সেখানে সিসিল ও রিংকুসহ ৩ জন এসে উপস্থিত হন। সেলিমের সাথে তাদের কথা আছে বলে ডেকে দোকান থেকে বাইরে নিয়ে যান। কিছু দূর নিয়ে তাকে মারধর শুরু করে। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান আজু মণ্ডল। তাকেও তারা মারধর করতে থাকে। বাবাকে মারধর করতে দেখে এগিয়ে যায় আজিম। এ সময় আজিমকে গুলি করে সিসিল। পরে তারা পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাসবীর হাসান সিসিলের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তরুণ কুমার পাল জানান, আজিমের বাম হাতে গুলি লেগে বুকে বিদ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে তেমন কিছুই জানেন না। তবে মাছপাড়ায় একটা ঝামেলা হয়েছে সেটা শুনেছেন। কে বা কারা ঘটিয়েছেন সেটাও জানেন না।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মাছপাড়ায় গুলি করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিংকু নামের একজনকে আটক এবং আজ বিকেলে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রুবেলুর রহমান/এমএসএইচ