জাতীয়

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে আনসার-ভিডিপি’র কম্বল বিতরণ

ঝালকাঠিতে শীতার্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। গতকাল মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে। দেশের যেকোনো ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে।

তিনি আরও বলেন, বেশ কিছু দিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলছে। এতে অসহায় মানুষের দুর্ভোগ হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে শীতার্ত এসব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র এ শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তশালী মানুষদের প্রতি তিনি আহ্বান জানান।

এমএএস/এমএস