পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে সমুদ্র সৈকতে গোসলে নেমে লাশ হয়ে বাড়ি ফিরল খুলনার সোনাডাঙ্গার স্কুলছাত্র রেদওয়ান আহমেদ (১৪)।
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সমুদ্র সৈকতের অনিরাপদ জোনে বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় রেদওয়ান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে একই স্থানে তার মরদেহ ভেসে উঠেছে বলে জানিয়েছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক উল্লাহ। মৃত রেদওয়ান সোনাডাঙ্গার সাব্বির আহমদের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক উল্লাহ বলেন, পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে পেঁচারদ্বীপের একটি রিসোর্টে ওঠে রেদওয়ান। বুধবার সকালে সমুদ্রে গোসল করতে নামার পর স্রোতে ভেসে যায়। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ভেসে উঠেছে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিয়ে রাতেই খুলনার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছে পরিবারের সদস্যরা।
সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ