নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী মীর হোসেন মিরুর শ্যালক এবং মিরু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শরীফকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ফতুল্লার পাগলা শাহি মহল্লা এলাকা থেকে শরীফকে গ্রেফতার করা হয়। বিকেলে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। শরীফ কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সন্ত্রাসী শরীফ মিরু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে শরীফের বিরুদ্ধে। এলাকার নিরীহ মানুষকে হয়রানিসহ নানা অপরাধে জড়িত শরীফ। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজকে ছাড় দেবে না।
মো. শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ