পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া (জুলাই-সেপ্টেম্বর ১৪) তৃতীয় প্রান্তিকে সামিট পাওয়ারের করপরবর্তী মুনাফা হয়েছে ৪১ কোটি ৭২ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ৪২ কোটি ২০ লাখ টাকা এবং ইপিএস ছিল ০.৬২ টাকা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ৪৮ লাখ টাকা।গত নয় মাসে (জানু-সেপ্টেম্বর ১৪) এ কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ১৬১ কোটি ৪৮ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ২.৩৭ টাকা। যা আগের বছরে একই সময় ছিল ১৫৯ কোটি ১৩ লাখ টাকা এবং ইপিএস ছিল ২.৩৪ টাকা।