দেশজুড়ে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এমপি শাওনের ব্যতিক্রম উদ্যোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন বাড়িতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স নিয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিকে একজন সংসদ সদস্যের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন লালমোহনের সবস্তরের মানুষ।

এমপি শাওন বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য স্বাস্থ্যসেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে স্বাস্থ্য খাত বিশ্বকে চমক দেয়ার মতো সাফল্য এনে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী তার নির্দেশে মানুষের পাশে আছি এবং থাকবো।

মাসব্যাপী ফ্রি মে‌ডি‌কেল ক্যা‌ম্পে সোমবার প্রথম দি‌ন সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত লাল‌মোহন পৌরসভার ১২টি ওয়া‌র্ডে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের টিএইচও ডা. মহসীনের নেতৃ‌ত্বে ১৫ জন ডাক্তার ও পাঁচজন নার্স নি‌য়ে এ মে‌ডি‌কেল ক্যাম্প প‌রিচা‌লিত হয়। এসময় লাল‌মোহন উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম, লাল‌মোহন ইউ‌নিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান মো. আলমগীর ও মো. আলী রেজাসহ শতা‌ধিক অসুস্থ রোগী‌কে তারা চি‌কিৎসা ও ওষুধ দেন।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/জেআইএম