দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চলতি শীত মৌসুমের দ্বিতীয় পর্যায়ের এই শৈত্যপ্রবাহের শুরুতে গত বুধবার (২৫ ডিসেম্বর) সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর মাঝারি থেকে তীব্র আকারে রুপ নেয় শৈত্যপ্রবাহ। টানা আটদিনের শৈত্যপ্রবাহে সকাল ৮টা-৯টার মধ্যে সূর্যের মুখ দেখা গেলেও সকাল ১০টার পরও ঘন কুয়াশায় ঢেকে ছিল এলাকা। সঙ্গে উত্তরের হিমেল বাতাস। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। আয় কমে গেছে কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশাভ্যান চালকসহ দিনমুজুরদের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনও তেঁতুলিয়া এবং আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আগামীতে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
সফিকুল আলম/আরএআর/জেআইএম