দেশজুড়ে

ফরিদপুরে পদ্মার চরে ঘুড়ি উৎসব

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড়ে পদ্মার চরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

ফেসবুক পেজ ‘ফরিদপুর সিটি’র আয়োজনে ঘুড়ি উৎসবে নানা শেণিপেশার মানুষ ও উঠতি বয়সী ছেলে মেয়েরা এতে অংশ নেয়। বিকেল থেকে শুরু হওয়া ঘুড়ি উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় মশাল জ্বালিয়ে ও ফানুস উড়িয়ে উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয় সকলে।

এ উৎসবে কয়েক শত প্রতিযোগি বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরংয়ের ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেন। এর মধ্যে ছিল মাছ, ঈগল, লেজযুক্ত ঘুড়ি, প্রজাপতি, চিল, লেজছাড়া ঘুড়ি প্রভৃতি। এ আয়োজনে কয়েক শত দর্শনার্থীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঘুড়ি উৎসবে অংশ নেয়া নয়ন শেখ বলেন, ঘুড়ি উৎসবে অংশ নিতে পারায় খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।

ঘুড়ি উৎসবে অংশ নেয়া শিক্ষক মাহমুদ হাসান বলেন, কয়েক বছর যাবৎ এ ঘুড়ি উৎসবের আয়োজন করছে ফরিদপুর সিটি নামের সংগঠন। ঘুড়ি উৎসবে স্ত্রী, ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে এসেছি। সবাই আনন্দ করছি, ভালো লেগেছে।

তিনি আরো বলেন, ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে এখানে ঘুড়ি বিক্রির দোকান বসেছে, এখান থেকে ঘুড়ি কিনে নিয়ে উৎসবে অংশ নিয়েছি।

‘ফরিদপুর সিটি’ ফেসবুক পেজের উদ্যোক্তা এমদাদুল হাসান বলেন, আবহমান বাংলার হারিয়ে যাওয়া বিনোদনের মধ্যে ঘুড়ি উড়ানো একটি উৎসব। এটি জনপ্রিয় করতে আমরা চতুর্থবারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। তিনি আরও বরেন, এ উৎসবে হাতে বানানো তিন ঘুড়ি শিল্পীকে পুরস্কৃত করা হবে।

ঘুড়ি উৎসবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর সিটি পেজের সদস্যরা ও তরুণ তরুণীরা অংশ নেন।

বি কে সিকদার সজল/এমএএস/পিআর