দেশজুড়ে

কক্সবাজারে আ.লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক আমিনকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝিলংজা খরুলিয়ার মকবুল সওদাগর পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিন একা হেঁটে তার মৎস্য খামারের দিকে যাচ্ছিলেন। এ সময় ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আমিন জীবন বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। আশপাশের লোকজন গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর আমিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত আমিন জানান, হামলাকারীদের মধ্যে স্থানীয় ছৈয়দ আহাম্মদ প্রকাশ ছইল্ল্যার ছেলে সন্ত্রাসী রফিক, শফিক ও নুরুল ইসলাম নামের তিনজনকে চিনতে পেরেছেন তিনি।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমিনের ওপর হামলাকারীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম