নোয়াখালীর বেগমগঞ্জে অক্সফোর্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ, জিরতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মো. নুর হোসেনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ বাজার সংলগ্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড আইডিয়াল স্কুলের ২০১৯ সালের বাৎসরকি ক্যালেন্ডারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে আনন্দ দিবস হিসেবে উল্লেখ করা হয়। ‘জাতীয় আনন্দ দিবস সংবলিত ’ সেই ক্যালেন্ডার ব্যবহার ও বিপণন করে বিদ্যালয় কৃর্তপক্ষ। এ ঘটনায় শুভ নামে এক ছাত্রনেতা আদালতে মামলা করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে রাষ্ট্রদ্রোহীমূলক কাজ করার অপরাধে মামলা রুজু হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাতে অধ্যক্ষ নুর হোসেনকে রাজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে।
গত ৪ আগস্ট জাগো নিউজে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
মিজানুর রহমান/এমএআর/এমএস