প্রবাস

সৌদির সড়কে গেল বাংলাদেশির প্রাণ

সৌদির সড়কে গেল বাংলাদেশির প্রাণ

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের মো. জব্বার আলী নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত জব্বার আলী সখিপুর উপজেলার বহেরাতৈল বগাপ্রতিমা গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে।

Advertisement

স্থানীয় সময় বুধবার (৯ জানুয়ারি) মক্কায় কোম্পানির পিকাআপ গাড়ি চালিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে আরেকটি গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে ঘটনাস্থলে জব্বার আলী নিহত হয়। নিহত জাব্বার সৌদি আরবের সুলাইমান আল ফাহাদ কোম্পানিতে ক্লিনিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মরদেহ মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশি আনা হবে বলে জানা গেছে।

এ ঘটনায় সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

এমআরএম/জেআইএম