দেশজুড়ে

কালা মানিকের মরদেহ উদ্ধার!

ফরিদপুরের ভাঙ্গায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি শহিদুল ইসলাম ওরফে কালা মানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) সকালে ফরিদপুর-মাওয়া মহাসড়কের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম ওরফে কালা মানিক ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার রতন মোল্লার ছেলে।

ভাঙ্গা থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) বাকির হোসেন জানান, সকালে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় শনাক্ত করা হয়।

তিনি জানান, মরদেহের মাথায় আঘাত ও গলায় দাগ রয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন জানান, শহিদুল ইসলাম ওরফে কালা মানিকের নামে কোতোয়ালি থানায় একাধিক অস্ত্র, মাদক ও বিস্ফোরকের মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় কারাভোগ করে জেল থেকে বের হয় মানিক।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মানিক রোববার দুপুরের খাবার খেয়ে ফরিদপুর শহরের নিজ বাড়ি থেকে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ফুপুর বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে বের হন। রাত সাড়ে ৮টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

বি কে সিকদার সজল/এমএএস/এমএস