গত ডিসেম্বরে কিছু ঋণে সুদের হার কমানোর পর এবার স্থায়ী আমানতে সুদ কমানোর ঘোষণা দিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ঘোষণা অনুযায়ী, দীর্ঘমেয়াদী যেসব আমানত ২ কোটি টাকার কম সেসব ক্ষেত্রে সুদের হার কমবে ১৫ বেসিস পয়েন্ট। ফলে ১ থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার এখন ৬ দশমিক ১০ শতাংশ।
দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রবীণ নাগরিকেরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। তবে অন্যান্য মেয়াদের জমায় সুদের হার একই থাকবে। গত ১০ জানুয়ারি থেকে নতুন এই সুদহার কার্যকর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আমানতে সুদের হার কমায় সমস্যা বাড়বে সুদ নির্ভর সাধারণ মানুষের।
এতদিন সাধারণ মানুষেরর স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ছিল ৬ দশমিক ২৫ শতাংশ। যা কমে এখন ৬ দশমিক দশ। আর প্রবীণ নাগরিকরা তাদের ১ থেকে ১০ বছর মেয়াদী ২ কোটির কম আমানতের ক্ষেত্রে এতদিন ৬ দশমিক ৬০ শতাংশ হারে সুদ পেতেন, যা এখন হবে ৬ দশমিক ৭৫ শতাংশ।
এসএ/এমকেএইচ