চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মশিউর রহমানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, রোববার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নির্দেশে পুলিশের বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দূর্গাপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মশিউর রহমান (৩৫), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সোহরাব শেখের ছেলে শফি শেখ (৪০), সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের আবু হোসেনের ছেলে সোহেল রানা (৩২) তার স্ত্রী সালমা খাতুন (২৫), পিরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আব্দুল হামিদ (৩৫), বোয়ালমারি গ্রামের ছাদের আলীর ছেলে মানিক (৩০), আকন্দবাড়িয়া গ্রামের আবু বকরের স্ত্রী রিজিয়া খাতুন (৪২), জীবননগর উপজেলার দৌলতগঞ্জ গ্রামের মৃত আকবার আলীর ছেলে আজাদ (৩৫) ও আলমডাঙ্গা উপজেলার রাইশা গ্রামের হাবিবের ছেলে সেলিম হোসেেকে (৩০) গ্রেফতার করে। সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় জি,আর ও সি,আর মামলা রয়েছে। সালাউদ্দিন কাজল/এমজেড/আরআইপি