যশোরের চৌগাছা উপজেলায় নিখোঁজের তিনদিন পর ইজিবাইক চালক শুকুর আলী রানার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ছানচাডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকুর আলী রানা চৌগাছা উপজেলার আশসিংড়া-পুকুরিয়া গ্রামের জুলফিকার আলীর ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, শুকুর আলী রানা শুক্রবার বিকেলে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রোববার সকালে ছানচাডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
মিলন রহমান/এএম/জেআইএম