লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই কমিটির অনুমোদন দেন। এতে এমআর মাছুদকে আহ্বায়ক ও মাহমুদুর রহমান মাহমুদকে সদস্য সচিব মনোনীত করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক এম এম রাজ্জাক খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পূর্বের সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করা হয়েছে। পার্টির ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের সমন্বয়ে এমআর মাছুদকে আহ্বায়ক ও মাহমুদুর রহমান মাহমুদকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ছয় মাসের মধ্যে জেলার তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করতে হবে। এর পরপরই জেলা কমিটির সম্মেলনের আয়োজন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
কাজল কায়েস/আরএআর/জেআইএম