দেশজুড়ে

ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়িতে গ্রেফতার ‌১

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর ছবি ও তথ্য বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার মাটিরাঙ্গার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুুলিশ। গ্রেফতার আব্দুল খালেক মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ভুইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, মামলায় গ্রেফতার আব্দুল খালেককে রোববার (২ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে। পাশাপাশি অপর অভিযুক্তকে শনাক্তসহ আটকের চেষ্টা চলছে। আদালতে তার রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তথ্য বিকৃতি করে পোস্ট করার অভিযোগে আব্দুল খালেক ও নিক্সন চৌধুরীর নামে গত ২৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ।

মুজিবুর ররহমান ভুইয়া/এমএসএইচ