দেশজুড়ে

ফরিদপুরে ভুয়া প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহ এলাকায় অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোরে মো. সাহাবুদ্দিন শেখ (২০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়েছে। সাহাবুদ্দিন শেখ গুণবহ গ্রামের মো. সিরাজ শেখের ছেলে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোয়েব আহমেদ খান।

তিনি জানান, শাহাবুদ্দিন শেখ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে Abir Ahmmed নামে একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলে। এই ফেসবুক আইডি এবং মেসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইনভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালায়। ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়।

সিনিয়র সহকারী পুলিশ সোয়েব আহমেদ আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে শাহাবুদ্দিনকে বোয়ালমারী উপজেলার গুণবহ এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত সে। এ ঘটনায় বোয়ালমারী থানায় ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন’ ১৯৮০ এর ৪(ক)/৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বি কে সিকদার সজল/বিএ/এমকেএইচ