দেশজুড়ে

ডাকাত সন্দেহে ১৪ ড্রেজার শ্রমিক আটক, অস্ত্র উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারা চরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দুটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়। সোমবার ( ৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট এএসএম লুৎফর রহমান বলেন, রাতে অভিযানকালে নদীতে ট্রলার দেখে থামানোর নির্দেশ দেয়া হয়। ট্রলার না থামানোয় দুই রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। পরে তারা ট্রলার থেকে একটি বাল্কহেডে গিয়ে পালালে সেখানে থেকে তাদের আটক করা হয়। এ সময় কিছু দেশীয় অস্ত্র, ১০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকরা বলছেন- তারা ট্রলার ও ড্রেজার শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে তারা ড্রেজারে কাজ করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

ইকরাম চৌধুরী/আরএআর/এমকেএইচ