দেশজুড়ে

শরীয়তপুরে টেলিভিশন সাংবাদিকদের নতুন কমিটি

শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রোকনুজ্জামান পারভেজ (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ও সাধারণ সম্পাদক পদে শহিদুজ্জামান খান (বাংলাভিশন) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। ৯টি পদের জন্য ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাহবুবুর রহমান (মোহনা টিভি), যুগ্ম সম্পাদকমানিক মোল্যা (গাজী টিভি), অর্থ সম্পাদক ইব্রাহীম হোসাইন (আরটিভি), দফতর সম্পাদক এবিএম মামুন (মাইটিভি), কার্যকরী সদস্য রতন মাহমুদ (নিউজ টুয়েন্টিফোর), কবিরুজ্জামান (মাছরাঙ্গা টিভি) ও নয়ন দাস (বাংলা টিভি)।

শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানসহ শরীয়তপুর প্রেস ক্লাব ও শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

ছগির হোসেন/আরএআর/এমএস