বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স শুরু করেছে কক্সবাজার জেলার টেকনাফ থানার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল্লামা শফিক আহমদ ফাউন্ডেশন। এ পশিক্ষণ কোর্সের জন্য কোনো ফি নেবে না ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ৮ দিনব্যাপী ফ্রি বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্সটি শেষ হবে ২১ ফেব্রুয়ারি শুক্রবার।
টেকনাফ জামিয়া আল ইসলামিয়া বড় মাদরাসায় অনুষ্ঠিত এ কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি কিফায়তুল্লাহ শফিক জানান, আল্লাহ তাআলঅ মানবমুক্তির জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মহাগ্রন্থ আল-কুরআন নাজিল করেছেন। কুরআনের চর্চা ও এর বিধানকে মানবজাতির জন্য মেনে চলা ফরজ করে দিয়েছেন।
মানবমুক্তির পথ ততই সুগম করার লক্ষ্যে বিশ্ব মানবতার প্রতিটি সমস্যার নির্ভুল ও নিখুঁত সমাধানও রয়েছে এ কুরআনে।
আবার বিশুদ্ধ তেলাওয়াতকে ইবাদতের জন্য আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাআলা। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজও কবুল হয় না।
তাই ইবাদত-বন্দেগিসহ কুরআনের বিধান বুঝতে হলে পড়তে হবে কুরআন। এ জন্য প্রথমেই প্রয়োজন বিশুদ্ধ কুরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন-‘কুরআন তেলাওয়াত কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে।’’ (সুরা মুজাম্মিল : আয়াত ৪)
এ কারণেই বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রত্যেক নারী-পুরুষের জন্য আবশ্যক। এ লক্ষ্যে আল্লামা শফিক আহমদ ফাউন্ডেশন ফ্রিতে কুআন শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
এমএমএস/পিআর