জোকস

আজকের কৌতুক : হুমকি না-কি প্রেমের অফার?

হুমকি না-কি প্রেমের অফার? লাল্টু: আজ আমার প্রতিবেশী দাঙ্গাবাজ স্মার্ট তরুণীর সঙ্গে কঠিন ঝগড়া হয়ে গেল।পল্টু: তো?লাল্টু: আমাকে আবার হুমকি দিয়ে গেছে!পল্টু: বলিস কী? বলেছেটা কী?লাল্টু: সাহস থাকলে একলা আসিস!পল্টু: তো! এ কথায় সমস্যা কী?লাল্টু: এরপর থেকে বুক ধরফর করছে, বুঝতেছি না কী করবো?পল্টু: কেন?লাল্টু: ঠিক ঠিক হুমকি দিয়ে গেল, না প্রেমের অফার করে গেল!

****

স্বামীকে কুকুর বলল স্ত্রীরাতে শোয়ার আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে- স্বামী: কী, তুমি আমারে কুকুর বললা?

স্ত্রীর মুখ বন্ধ। কোনো জবাব দিচ্ছে না-স্বামী: জবাব দাও না কেন? তুমি আমারে কুত্তা কইছো?স্ত্রী: বলিনি, হলো তো! এবার ‘ঘেউ ঘেউ’ বন্ধ করবে?

****

মাত্র তিন শব্দে ‘আনন্দ’র সংজ্ঞাঅফিসে বস সবাইকে বললেন, ‘মাত্র তিন শব্দে ‘আনন্দ’র সংজ্ঞা দিন। সবাই বইপত্র ঘাঁটাঘাঁটি আর গুগল সার্চে ব্যস্ত হয়ে পড়ল।

মন্টু ততক্ষণে একটা সাদা কাগজে দ্রুত তিনটি শব্দ লিখে বসের দিকে এগিয়ে দিলো। তাতে লেখা রয়েছে, ‘বউ গেছে পিত্রালয়ে!’

বস উত্তর দেখে খুশি হয়ে মন্টুকে উপহার দিলেন।

এসইউ/জেআইএম