সঠিক সময়ে বিয়ে করলে যে উৎসাহ, উদ্দীপনা পেতেন তার এখন বেশি বয়সে বিয়ে করে আরও বেশি উদ্দীপনা পাচ্ছেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রেলপথমন্ত্রী মুজিবুল হক তার বিবাহ অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন।তিনি বলেন, আরও আগে অর্থাৎ সঠিক সময়ে বিয়ে করলে যে উৎসাহ, উদ্দীপনা পেতাম বেশি বয়সে বিয়ে করে তার চেয়ে আরো বেশি উদ্দীপনা পাচ্ছি। দেশের মানুষ আমাকে ভালবাসে, আর তাই আমার এই বিবাহে তারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন।ধর্মীয় নীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দোয়া করেছেন।এ সময় তার দাম্পত্য জীবন যেন সুখের হয় সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।