খুলনায় সুব্রত কুমার মন্ডল (২২) নামে এক মোটরসাইকেল চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত কুমার মন্ডল দাকোপের বানিশান্তা এলাকার হৃদয় মন্ডলের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সকালে আমতলা এলাকা থেকে সুব্রত কুমার মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার আসল রহস্য এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আরএআর/পিআর