নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়াকে গ্রেফতার করতে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিতে হবে- এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। পাপিয়াকে প্রেফতার করতে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন? পাপিয়া একটি জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। এ ধরনের একটি পদে কেন্দ্রীয় নেতারা কি না জেনেশুনে নির্বাচিত করেন? দায়িত্ব দেয়ার আগে কি খোঁজ-খবর নেন না? যদি এমন হয়, যখন দায়িত্ব দিয়েছিলেন তখন তিনি এমন ছিলেন না, তাহলে বুঝতে হবে সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি নষ্ট হয়েছেন।’
তিনি বলেন, ‘একটা দল কতটা খারাপ হতে পারে যে, দলের দায়িত্ব পেলে সে ইয়াবাখোর হয়, ক্যাসিনো চালায়, হামলা করে। ওরা মহিলা গুন্ডা। এ রকম আগে দেশে ছিল না।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পুরান ঢাকায় দুই ভাইয়ের বাড়িতে একটি ব্যক্তিগত ব্যাংক পাওয়া গেছে, তাদের নামে কি মামলা হয়েছে? এতদিন তাদের ধরা হলো না কেন? এ সংক্রান্ত আমরা কিছু জানতে পারলাম না। অন্যদিকে মাত্র দুই কোটি টাকার জন্য অভিযোগ গঠন, মামলা ও সাজা হলো খালেদা জিয়ার। এটা কোনো মামলাই নয়। এ মামলার প্রতিবাদ করতে হলে আগড়তলা ষড়যন্ত্র মামলার মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই রকম প্রতিবাদ করতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু প্রমুখ।
কেএইচ/এমএসএইচ/জেআইএম