দেশজুড়ে

যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় আনিসুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত আনিসুর উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন।

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোল্যাপাড়ায় সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এ সময় প্রবাস ফেরত ওই গ্রামের মৃত হামজা আলীর ছেলে নাসির উদ্দিন পেছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে তার ঘাড়ে কোপ দেন। পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করেন। স্থানীয় লোকজন বুঝে ওঠার আগেই নাসির পালিয়ে যান। আমরা খবর পেয়ে আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে আনিসুরকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরই প্রকৃত সত্য উদঘাটন হবে।

জামাল হোসেন/এফএ/জেআইএম