জাতীয়

নিখোঁজের দুদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর আলাল শিকার (১৪) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন শেখের জায়গা নামক স্থান থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান, দুদিন ধরে নিখোঁজ ছিলেন আলাল। তার সন্ধানে পুলিশ কাজ করছিল। বৃহস্পতিবার সন্দেহজনকভাবে মাটি খুঁড়ে মরদেহের সন্ধান মেলে। কে বা কারা তাকে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

জেইউ/এএইচ/জেআইএম