দেশজুড়ে

ফরমালিনমুক্ত পেয়ারা চাষে বাবুর সাফল্য

চুয়াডাঙার জীবননগর উপজেলা শহরের বাবু (৪৩) কীটনাশক ও ফরমালিনমুক্ত উচ্চ ফলনশীল জাতের থাই পেয়ারা চাষ করে রীতিমত বিপ্লব ঘটিয়েছেন। প্রবল মনোবল ও কঠোর পরিশ্রমই বাবুকে সফলতা এনে দিয়েছে। আধুনিক পদ্ধতিতে কম্পোজ সার ব্যবহার করে উৎপাদন ভাল হওয়ায় তার দেখাদেখি ব্যাপক উৎসাহ নিয়ে ওই এলাকার কৃষকরা এখন থাই পেয়ারা চাষে ঝুঁকে পড়ছেন। সফল পেয়ারা চাষি বাবু জানান, তিন বছর আগে নাটোরের এক বন্ধু সাঈদ হোসেনের উচ্চ ফলনশীল জাতের পেয়ারা চাষ তার নজর কাড়ে। সাঈদ হোসেনের পেয়ারা চাষে সাফল্য দেখে তিনি জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য পেয়ারা চাষের পরিকল্পনা করেন। সে বছরই তিনি প্রথম নিজের ৩ বিঘা জমিতে পেয়ারা চাষ করেন। প্রথম বারেই তার সমস্ত খরচ বাদে লাভ হয় প্রায় ৫০ হাজার টাকা। এই সফলতা তাকে আরও সাহসী করে তোলে। এরপর তিনি দ্বিতীয় বছরে ২০ বিঘা এবং এ বছর তিনি নিজের ৩ বিঘাসহ অন্যের ৩৫ বিঘা জমি বর্গা নিয়ে মোট ৩৮ বিঘা জমিতে পেয়ারার চাষ করেছেন। সাফল্যের নাগাল পাওয়া বাবু আগামী বছর ৫০ বিঘা জমিতে পেয়ারা চাষের পরিকল্পনা করেছেন।    বাবু আরো জানান, ভালভাবে জমি কর্তন ও সার প্রয়োগের মাধ্যমে জমিকে পেয়ারা চাষের উপযোগী করে তোলা হয় এবং নাটোর থেকে পেয়ারার চারা এনে প্রতি বিঘায় ১৭০টি করে চারা রোপণ করা হয়। চারা রোপণের ২ মাসের মধ্যেই গাছে ফুল আসতে শুরু করে এবং ৪ মাসের মধ্যেই পেয়ারা পরিপক্ক হয়ে উঠে। বছরে ৩ দফায় প্রতিটি পেয়ারা গাছে প্রায় ৪০ কেজি পর্যন্ত পেয়ারা পাওয়া যায় এবং প্রতি কেজি পেয়ারা পাইকারি ৩০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। জমি তৈরি থেকে পেয়ারা সংগ্রহ পর্যন্ত প্রতি বিঘা জমিতে এক লাখ টাকা খরচ হয়। আর প্রতি বিঘা জমিতে উৎপাদিত পেয়ারা বিক্রি করে সমস্ত খরচ বাদে লাভ হয় ৩০ হাজার টাকা। এবার তিনি ইতোমধ্যেই প্রথম দফায় ৩ লাখ টাকার পেয়ার বিক্রি করেছেন এবং আরো ১৬/১৭ লাখ টাকার পেয়ারা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।     সরেজমিনে পেয়ারা ক্ষেতে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা ক্ষেত থেকে পেয়ারা সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গরুর গাড়ি ও ভ্যানযোগে মাঠ থেকে কার্টুনভর্তি পেয়ারা নেয়া হচ্ছে পাকা রাস্তার ধারে। সেখান থেকে পিকআপ ও ট্রাকে করে জীবননগরের পেয়ারা যাচ্ছে ঢাকাতে।বাবু একা নন, তার দেখাদেখি এ বছর পার্শ্ববর্তী গ্রামের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়াম্যান আহম্মদ আলীসহ ২০/২১ জন পেয়ারার চাষ করেছেন। তিনি জানান, জীবননগরের উৎপাদিত ফরমালিনমুক্ত পেয়ারার ঢাকায় ব্যাপক চাহিদা রয়েছে।                                                                         এসএস/এমএস