যশোরের মণিরামপুর উপজেলায় বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের বাবাকে জেল দেয়া হয়েছে। বিয়ের ছয় মাস পর রোববার আনুষ্ঠানিকভাবে কন্যাকে তুলে দেয়ার প্রস্তুতিকালে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেয়া হয়।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কন্যা স্বামীর সংসারে যেতে পারবে না বলেও রায়ে উল্লেখ করা হয়। রোববার সন্ধ্যায় উপজেলার পারখাজুরা গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছয় মাস আগে মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের মিজানুর রহমানের মাদরাসা পড়ুয়া কন্যাকে সাতক্ষীরা সদর উপজেলার রায়পুর গ্রামের শওকত আলীর ছেলে মহাসিন আলীর সঙ্গে বিয়ে দেয়া হয়।
রোববার আনুষ্ঠানিকভাবে নববধূকে তুলে নিতে বরসহ অন্যান্য লোকজন পারখাজুরা গ্রামে কন্যার বাড়িতে আসেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান ওই বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের শিকার কন্যা ও তার বাবা এবং বরকে আটক করেন। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর মহাসিন ও কনের বাবা মিজানুরকে ১৫ দিন করে জেল দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান।
মিলন রহমান/এএম/এমকেএইচ