দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

চুয়াডাঙ্গার দর্শনা মহাসড়কের দামুড়হুদা ওদুদ শাহ কলেজের সামনে ট্রাকচাপায় মিল্টন সরকার (৩২) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন সরকার দামুড়হুদা থানা পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে এসআই মিল্টন সরকারসহ একদল পুলিশ দামুড়হুদা ওদুদ শাহ কলেজ সংলগ্ন সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের গতিরোধ করার চেষ্টা করলে ঘাতক ট্রাকচালক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/এমএসএইচ