রাজবাড়ী সদর উপজেলায় (১০) শিশু ধর্ষণের অভিযোগে উজ্জ্বল গাজী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বল গাজী সদর উপজেলার মিজানপুরের পাঁচথুপি এলাকার মৃত আলী হোসেন গাজীর ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, মঙ্গলবার দুপুরে শারীরিক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে উজ্জ্বল। ঘটনার সময় শিশুটির মা লোনের টাকা তুলতে রাজবাড়ী শহরে ছিলেন। দুপুরে বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন তিনি। পরে মামলা করেন শিশুটির মা। বুধবার আদালতের মাধ্যমে উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এএম/এমকেএইচ