দেশজুড়ে

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক গ্রেফতার

মানিকগঞ্জ সদর উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার জয়রা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আবুল হোসেন পেশায় একজন বাসচালক। জয়রা এলাকার নরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন তিনি। বুধবার পাশের বাড়ির চার বছরের এক শিশুকে কৌশলে ধর্ষণচেষ্টা করে পালিয়ে যান। শিশুটি তার মাকে এ ঘটনা জানায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। বিষয়টি গোপন রেখে আবুল হোসেনের বাসায় ফিরে আসার অপেক্ষায় থাকে পুলিশ। বুধবার বাসায় এলে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতার আবুল হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বি.এম খোরশেদ/এএম/এমকেএইচ