দেশজুড়ে

কয়েলের আগুনে ১৪ বসতঘর পুড়ে ছাই

গাইবান্ধার সাদুল্লাপুরে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে জ্বালানো কয়েলের আগুনে অন্তত ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের খুনিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের বিভিন্ন মালামাল, আসবাবপত্র, ধান-চাল ও হাঁস-মুরগিসহ একটি গরু পুড়ে গেছে। এতে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, খুনিয়ারপাড়া গ্রামের ছোলায়মানের ছেলে সাইদুল সন্ধ্যার পর গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেন। রাত ১১টার দিকে হঠাৎ করে গোয়াল ঘরের চালে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা থেকে আসা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে টিনের কাঁচাঘরসহ অন্তত ১৪টি বসতঘর পুড়ে যায়। আগুনে প্রায় ৪০ হাজার টাকার মূল্যের একটি গরুসহ প্রত্যেকের ঘরের ধান, চাল, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গোয়াল ঘরে জ্বালানো কয়েলে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শেষ মুহূর্তে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ১৪টি টিনের কাঁচাঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

জাহিদ খন্দকার/আরএআর/এমএস