বগুড়ার সারিয়াকান্দিতে চলন্ত বাসের ধাক্কায় বুলবুলি রাণী রবিদাস (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টায় সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের দেবডাঙা ফিসপাসের কাছে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি রবিদাস উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙা গ্রামের বলদেব রবিদাসের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বুলবুলি জমি থেকে সবজি তুলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দেবডাঙা ফিসপাসের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সারিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাঁলাচাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লিমন বাসার/এআরএ/আরআইপি