দেশজুড়ে

ভোলায় যুবককে আইসোলেশনে ভ‌র্তি

জ্বর, স‌র্দি ও কা‌শি নি‌য়ে ভোলা সদর হাসপাতা‌লের আইসোলেশনে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে এক যুব‌ককে। মঙ্গলবার রা‌তে তা‌কে সদর হাসপাত‌া‌লের আইসোলেশনে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন ভোলার সি‌ভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

তি‌নি জানান, জ্বর, স‌র্দি ও কা‌শি নি‌য়ে ওই যুবক হাসপাতা‌লে গেলে তা‌কে আইসোলেশনে ভ‌র্তি করা হ‌য়। বুধবার তার স্বাস্থ্য পরীক্ষা ক‌রে নমুনা ঢাকায় পাঠা‌নো হবে। তখন নি‌শ্চিত হওয়া যা‌বে তার শরী‌রে ক‌রোনার উপসর্গ আছে কি না।

তি‌নি আরও জানান, ভোলার সাত উপ‌জেলায় এ পর্যন্ত ৪২৭ জন‌কে হোম কোয়া‌রেন্টাইনে রাখা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে কোয়া‌রেন্টাইন শেষ হ‌য়ে‌ছে ২৫৭ জ‌নের। আর বর্তমা‌নে কোয়া‌রেন্টাইনে আছেন ১৭০ জন।

গত ২৪ মার্চ জ্বর, স‌র্দি ও গলাব্যথা নি‌য়ে ভোলার দৌলতখান উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আইসোলেশনে ভ‌র্তি করা হয় আরেকজনকে। ২৫ মার্চ তার নমুনা ঢাকায় পাঠা‌নো হয়। ২৭ মার্চ রি‌পোর্ট আস‌লে নি‌শ্চিত হওয়া যায় ওই যুব‌ক ক‌রোনা আক্রান্ত নন।

জু‌য়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম