সামাজিক যোগাযোগমাধ্যমে রুটি বানানোর চ্যালেঞ্জে অংশ নিয়েছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বুধবার (১ এপ্রিল) তিনি রুটি বানানোর একটি ভিডিও পোস্ট করেছেন।
করোনাভাইরাস থেকে বাঁচতে কোয়ারেন্টাইনে থাকার সময়ে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন, তা ভক্তদের কাছে তুলে ধরতেই এই ভিডিও পোস্ট করেন তনুশ্রী।
তনুশ্রীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তিনি রুটি বানানোর চেষ্টা করছেন। অভিনেত্রীর কথায়, তিনি সাধারণত যে কাজগুলো করেন না, সেগুলোই এখন করার চেষ্টা করছেন।
ভিডিওটি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তার প্রশ্ন, ‘তোমরা কি পারো গোল রুটি বানাতে?’
অন্যদেরও রুটি বানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাকে ট্যাগ করতে বলেছেন তনুশ্রী। অন্যদেরও তাদের পরিচিতদের কাছে এই চ্যালেঞ্জে অংশ নেয়ার জন্য আহ্বান জানাতে বলেছেন।
শুধু রুটি বানানোই নয়, কখনও বাড়িতে গাছের পরিচর্চা করে, কখনও আবার ভিডিও কলে আড্ডা দিয়ে সময় কাটাতেও দেখা গেছে অভিনেত্রীকে।
উল্লেখ্য, শিগগিরই আবির চট্টোপাধ্যায়, আর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ছবি ‘আবার বছর কুড়ি পর’ তনুশ্রী চক্রবর্তীকে ছবিতে দেখা যাবে।
View this post on InstagramA post shared by Tnusree C (@tonushree_10) on Apr 1, 2020 at 12:50am PDT
এমএসএইচ/জেআইএম