করোনায় আক্রান্ত সারা দুনিয়া। এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবখানে একটাই স্লোগান- দূরত্বে থাকুন। যেখানে নিজের হাতকেই বিশ্বাস করা যাচ্ছে না সেখানে প্রিয়জনকে বিশ্বাস হয় কী করে!
তাই প্রেমিকাকে কাছে টানতে গিয়ে ঝাঁটার বাড়ি খেতে হলো কলকাতার নায়ক অঙ্কুশকে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। সেখানেই দেখা গেল এই ঘটনা।
বেশ রোম্যান্টিক মুডে শাহরুখ খানের গান গাইতে গাইতে প্রেমিকা ঐন্দ্রিলার দিকে এগিয়ে গিয়েছিলেন অঙ্কুশ। ভেবেছিলেন ঐন্দ্রিলাও সাড়া দেবেন তার ডাকে। কিন্তু ফল হল ঠিক উল্টো। ঝাঁটা নিয়ে ঐন্দ্রিলা তেড়ে গেলেন অঙ্কুশের দিকে।
তাড়িয়ে তো দিলেনই। উল্টে ‘খালপাড়ার শাহরুখ খান’ বলে অপমানও করলেন। সেইসঙ্গে হুমকি দিলেন, করোনার আতঙ্ক থাকাকালীন কাছে আসা চলবে না।
করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সরকার থেকে চিকিৎসক বারে বারেই সামাজিক দূরত্ব বজার রাখার কথা বলে আসছেন জনসাধারণকে। হোক না সে যত কাছেরই মানুষ, এই সময় কাছে আসা একেবারেই না।
তাই অঙ্কুশের সাথে সুরে সুর মিলিয়ে রোমান্টিক গান গাইলেও যখনই অঙ্কুশ কাছে ঘেঁষতে চাইলেন তখনই বলে উঠলেন, 'আমার যদি করোনা ভাইরাস হয় কে দেখবে?'
দূরে থাকার সচেতনতা তৈরি করতে মজার এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন এই জুটির ভক্তরা।
এলএ/এমএস