দেশজুড়ে

সাবেক এমপি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই। শনিবার আমেরিকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার সকাল ৭টায় সিরাজুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবা দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ অসুস্থবোধ করে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বাবার জানাজার সময় এখনো নির্ধারণ হয়নি। নির্ধারণ হলে জানিয়ে দেয়া হবে। লাশ দেশে আনার চেষ্টা চলছে।

সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা থেকে তিনি ভোটের রাজনীতিতে আসেন। মহান মুক্তিযুদ্ধেও ছিল তার অসামান্য অবদান।

রিপন দে/এফএ/পিআর