সৌদি আরবে জ্বর-কাশিতে ভোগা কক্সবাজার সদর উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে (স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়) বাসায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সঙ্গে থাকা অন্য প্রবাসীরা। তার মৃত্যুর কারণ জানতে সৌদি পুলিশ মরদেহ হাসপাতালে নিয়েছে।
প্রবাসে শেষ নিঃশ্বাস ত্যাগকারী বেলাল উদ্দীন (৩০) সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী এলাকার শাহ আলম সওদাগরের বড় ছেলে।
ইউনিয়নের স্থানীয় সদস্য ফজলুল হক সৌদি আরবের মক্কায় বেলালের সাথে থাকা তার ছোট ভাই প্রবাসী হেলাল উদ্দিনের বরাত দিয়ে জানান, তার বড় ভাই বেলাল প্রায় এক সপ্তাহ ধরে জ্বর-কাশিতে আক্রান্ত ছিল। মঙ্গলবার দিনগত রাত বাংলাদেশ সময় সাড়ে ৮টার (সৌদি সময় বিকাল সাড়ে ৫টা) দিকে বাসায় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কি রোগে বেলালের মৃত্যু হয়েছে তা শনাক্ত করতে সৌদি পুলিশ মরদেহটি হাসপাতালে নিয়ে গেছে।
মেম্বার ফজলু আরও জানান, বেলালের মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মাতম চলছে তার পরিবারে। করোনার কঠিন পরিস্থিতিতে বেলালের মরদেহটি নিজেদের কাছে আনা সম্ভব হবে না জেনে কান্নায় বুক চাপাচ্ছেন কাছের স্বজনরা। বেলাল বিগত দুই বছর পূর্বে বিয়ে করে সৌদি আরবে চলে যান এবং তাদের কোনো সন্তান নেই।
সায়ীদ আলমগীর/এমএএস/এমআরএম