দেশজুড়ে

শবে বরাত উপলক্ষে আটা পেল পঞ্চগড়ের ৮ হাজার দরিদ্র মানুষ

করোনা দুর্যোগ মোকাবিলায় পঞ্চগড়ে সরকারি-বেসরকারি খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে পবিত্র শবে বরাত উপলক্ষে পঞ্চগড় পৌরসভার দুস্থদের মাঝে আটা বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে বুধবার (০৮ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয়ে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এবং পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম সাড়ে আট হাজার নিম্নআয়ের মানুষের মাঝে দুই কেজি করে ১৭ টন আটা বিতরণ করেন। একই সঙ্গে জেলা প্রশাসনের সহায়তায় তিনটি শ্রমিক সংগঠনের পাঁচ শতাধিক ব্যক্তিকে ১০ কেজি করে চাল ও দুই কেজি করে আলু দেন পৌরসভার মেয়র।

সফিকুল আলম/এএম/এমকেএইচ