দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে করোনায় শ্রমিক লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে নারায়ণগঞ্জে ছয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা যান।

হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস