খেলাধুলা

করোনায় বাবার পর প্রাণ হারালেন ইতালিয়ান অ্যাথলেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে চলে গেলেন ইতালিয়ান অ্যাথেলেট দোনাতো সাবিয়া। ইতালিয়ান অলিম্পিক কমিটি (কোনি) এই খবর নিশ্চিত করেছে। ইতালিয়ান অ্যাথলেটিক ফেডারেশন জানিয়েছে, মাত্র কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন দোনাতোর বাবাও।

৫৬ বছর বয়সী দোনাতো সাবিয়া ছিলেন দু’বারের অলিম্পিক ফাইনালিস্ট। ইতালির দক্ষিণাঞ্চলের বাসিলিচিকাতার পোতেঞ্জা শহরে সান কার্লো হাসপাতালের আইসিইউতে বেশ কয়েকদিন করোনার সঙ্গে লড়াই করেছেন সাবিয়া। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে আর জিততে পারেননি তিনি। পাড়ি দিলেন না ফেরার দেশে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু যে দেশ, সেই ইতালিতে কখন কার ডাক আসে- সেটাই যেন এখন একটা অনিশ্চিত বিষয় হযে দাঁড়িয়েছে। পুরো দেশের সমস্ত জনগোষ্ঠিই এখন নিজের মৃত্যুর প্রহর গুনছে। কে আক্রান্ত আর কে আক্রান্ত নয়, এই হিসেব যখন কেউ বের করতে পারছে না, তখন এমন চিন্তা-ভাবনা করাটাই স্বাভাবকি।

দোনাতো সাবিয়াও ৯৮৪ লস এঞ্জেলেস অলিম্পিকে ৮০০ মিটার দৌড়ের ফাইনালে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করেছিলেন। চার বছর পর সিউল অলিম্পিকে একই ইভেন্টের ফাইনালে অংশ নিয়ে তিনি হয়েছিলেন সপ্তম।

১৯৮৪ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিলেন দোনাতো সাবিয়া। ইতালিয়ান অলিম্পিক কমিটির তথ্যমতে, অলিম্পিকের ফাইনালে অংশ নেয়া অ্যাথলেটদের মধ্যে দোনাতো সাবিয়াই প্রথম ব্যক্তি, যিনি করোনায় মৃত্যু বরণ করলেন।

ইতালিয়ান অ্যাথলেটিক ফেডারেশন দোনাতো সাবিয়াকে একজন এক্সেট্রা অর্ডিনারি ট্যালেন্টেড অ্যাথলেট হিসেবে অভিহিত করেছে। সর্বোপরি তিনি ছিলেন একজন ভদ্র মানুষ।

দুঃখজনক বিষয় হচ্ছে, মাত্র কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে সাবিয়ার পিতাও মৃত্যু বরণ করেন। ইতালিয়ান অ্যাথলেটিক ফেডারেশন এক বিবৃতিতে বলেছেন, ‘সত্যিকারের দুঃখজনক ঘটনা এটি। একটি ট্র্যাজেডির মধ্যে আরেকটি ট্র্যাজেডি। দোনাতো এমন একজন ব্যক্তি ছিলেন, যাকে কেউ ভালো না বেসে পারতো না।’

আইএইচএস/